১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩৬, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ২টি অধ্যায়ভিত্তিক কাজের সমাধান এবং ২টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
প্রশ্ন : শক্তি কিভাবে সঞ্চালিত হয়?
উত্তর : শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। বিভিন্ন ধরনের শক্তির মধ্যে দু’টি শক্তি হলো তাপশক্তি ও আলোকশক্তি।
তাপশক্তি সঞ্চালিত হয় পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই তিন উপায়ে।
আলোকশক্তি সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে।
প্রশ্ন : পদার্থ কী দিয়ে তৈরি?
উত্তর : খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্র হয়ে অণু গঠন করে। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : তোমার বাড়িতে বিদ্যুৎশক্তি ব্যবহারের পাঁচটি উদাহরণ দাও।
উত্তর : আমার বাড়িতে বিদ্যুৎশক্তি ব্যবহারের পাঁচটি উদাহরণ হলো-
১. মোবাইল ফোন চার্জ দিতে বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হয়।
২. বিদ্যুৎশক্তি দ্বারা বৈদ্যুতিক পাখা চালানো হয়।
৩. বিদ্যুৎশক্তিকে আলোকশক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।
৪. টেলিভিশন, কম্পিউটার, ইস্ত্রি ইত্যাদি বিদ্যুৎশক্তির সাহায্যে চালানো হয়।
৫. বিদ্যুৎশক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে রান্নাবান্নার কাজ করা হয়।
প্রশ্ন : শক্তির অপচয় ঘটে- এমন ঘটনার কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : আমরা জানি, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। কিন্তু শক্তির অপচয় হয়। এ অপচয় ঘটে শক্তি রূপান্তরের মাধ্যমে। আর শক্তির যথাযথ প্রয়োগ না হলে শক্তির অপচয় ঘটে। নিচে শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার কয়েকটি উদাহরণ দেয়া হলো :
১. অকারণে ঘরের বাতি জ্বালিয়ে রাখলে, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালিয়ে রাখলে বিদ্যুৎশক্তির অপচয় ঘটে।
২. শহরের ঘরবাড়িতে অপ্রয়োজনীয় আলোকসজ্জার ফলেও বিদ্যুৎশক্তির অপচয় ঘটে।
৩. রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে জ্বালানিশক্তির অপচয় ঘটে।
৪. অপ্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু রাখলে জ্বালানিশক্তির অপচয় ঘটে।


আরো সংবাদ



premium cement
আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন শি এবং পুতিন চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্ক গভীর করার অঙ্গীকার করলেন চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু চবির ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৫ গাইবান্ধা শহরে চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই আরব লিগের প্রতি হামাসের আহ্বান গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল

সকল